RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৩ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৯ ১৪২৭ ||  ০৮ জমাদিউস সানি ১৪৪২

নিজ দলের লোকেরাই ভোট দিলেন ট্রাম্পের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ১৪ জানুয়ারি ২০২১   আপডেট: ১২:১৫, ১৪ জানুয়ারি ২০২১
নিজ দলের লোকেরাই ভোট দিলেন ট্রাম্পের বিপক্ষে

সহিংস বিদ্রোহে উসকানি দেওয়ার জন্য দায়ি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বার অভিশংসন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ১০ জন হাউজ রিপাবলিকান।

স্থানীয় সময় বুধবার (১৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ২৩২-১৯৭ ভোটে ট্রাম্পকে অভিশংসনের (ইমপিচমেন্ট) প্রস্তাব পাস হয়।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির মেয়ে লিজ চেনিসহ ১০ জন রিপাবলিকান নেতা ডেমোক্র্যাটদের আনা এই প্রস্তাবে ভোট দেন। কংগ্রেস ভবনে কলঙ্কজনক হামলার পর প্রেসিডেন্ট পদ থেকে ট্রাম্পকে সরাতেই মূলত ভোট দিয়েছেন অ্যাডাম কিনজিংগার; ইলিনয়ের লিজ চেনি; ওয়াইওমিংয়ের জন কাটকো; নিউইয়র্কের ফ্রেড আপটোন এবং পিটার মিইজার; মিশিগানের জেইমি হেরেরা ও ড্যান নিউহাউজ; ওয়াশিংটনের অ্যান্থনি গঞ্জালেজ; ওহিওর টম রাইস; সাউথ ক্যারোলিনার ডেভিড ভ্যালেদাও।

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২০২০ সালে একবার প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছিলেন। তবে সে দফায় সিনেটে ভোটাভুটিতে তার পদ রক্ষা হয়।

ছাবেদ সাথী/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়