ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে ৪ বাংলাদেশির ভরাডুবি

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ৩ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৫:১১, ৩ ফেব্রুয়ারি ২০২১
নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে ৪ বাংলাদেশির ভরাডুবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি ডিস্ট্রিক্ট-২৪ সিটি কাউন্সিল নির্বাচনে চার বাংলাদেশির ভরাডুবি হয়েছে। এ নির্বাচনে পরাজিত বাংলাদেশিরা প্রার্থীরা হলেন মৌমিতা আহমেদ, সোমা এস সাঈদ, দিলিপ নাথ ও মুজিব ইউ রহমান।

নির্বাচনে ১টি পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।  তাদের মধ্যে ৪ জন বাংলাদেশি, ২ জন ভারতীয় ও ২ জন মার্কিনী।

স্থানীয় সময় মঙ্গবার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী ভোট গ্রহণ হয়। ভোট গণনা শেষে সিটি ডিস্ট্রিক্ট-২৪ এর কাউন্সিলর হিসেবে জেমস এফ জিনারিওকে বিজয়ী ঘোষণা করা হয়।  তার প্রাপ্ত ভোট সংখ্যা ৩ হাজার ৩০৬টি।

মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ৫ হাজার ৫ শত ৩৩ টি। এর মধ্যে জেমস এফ জিনারিও পেয়েছেন ৩ হাজার ৩০৬ ভোট, মৌমিতা আহমেদ পেয়েছেন ৮৬২ ভোট, সোমা এস সাঈদ ৪৭৫ ভোট, দীপ্তি শর্মা পেয়েছেন ২৭৪ ভোট, দিলিপ নাথ ২৪০ ভোট, নীতা জাইন পেয়েছেন ১৭২ ভোট, মুজিব ইউ রহমান পেয়েছেন ১২৩ ভোট এবং মাইকেল আর্ল ব্রাউন পেয়েছেন ৭৪ ভোট।

সাথী/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়