ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

করোনায় টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসম্যানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ৯ ফেব্রুয়ারি ২০২১  
করোনায় টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসম্যানের মৃত্যু

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রিপাবলিকান কংগ্রেসম্যান রন রাইট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

তার স্ত্রী সুসান রাইট মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। কংগ্রেসের প্রথম বর্ষীয়ান এ সদস্য প্রায় দুই সপ্তাহ ধরে করোনার সঙ্গে লড়াই করেছিলেন। গত ২১ জানুয়ারি তিনি করোনা পজিটিভ হন। এরপর রোববার (৭ ফেব্রুয়ারি) ডালাসের বয়লার হাসপাতালে তিনি মারা যান। প্রায় এক বছর ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন।

তিনি দ্বিতীয় মেয়াদে কংগ্রেসের সদস্য ছিলেন। করোনায় আক্রান্ত হওয়ার আগে রাইট একজন করোনা রোগীর সংস্পর্শে এসেছিলেন বলে জানা যায়।

রাইট মৃত্যুকালে স্ত্রী, পুত্র-কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। হাউজের মাইনোরিটি লিডার কেভিন ম্যাকার্থি তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। ম্যাকার্থি রাইটের পরিবার-পরিজনের প্রতি সমবেদনাও জানান।

ছাবেদ সাথী/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়