ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিশ্বে করোনায় আক্রান্ত ১১ কোটি ৪ লাখ ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ১৮ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১২:৪৫, ১৮ ফেব্রুয়ারি ২০২১
বিশ্বে করোনায় আক্রান্ত ১১ কোটি ৪ লাখ ছাড়িয়েছে

করোনা মহামারির কারণে জনজীবন বিপর্যস্ত। বিশ্বে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৪ লাখ ১৯ হাজার ৫৮৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮ কোটি ৫৩ লাখ ১৪ হাজার ৮৪৯ জন। আর এ ভাইরাসে ২৪ লাখ ৩৯ হাজার ৮৪৯ জনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার এই তথ্য জানিয়েছে। ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৫ লাখ ২ হাজার ৫৪৪ জন এখন পর্যন্ত মারা গেছেন। সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশে। মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৪ লাখ ৫৩ হাজার ৫২৬ জন।

যুক্তরাষ্ট্রের পর মৃতের সংখ্যা হিসেবে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৯ লাখ ৭৯ হাজার ২৭৬ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৪২ হাজার ১৭৮ জনের। এদিক থেকে যুক্তরাষ্ট্রের পার্শ্ববর্তী দেশ মেক্সিকোর অবস্থান তৃতীয়।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। মৃতের সংখ্যা হিসাবে দক্ষিণ এশিয়ার এই দেশ রয়েছে চতুর্থ অবস্থানে। দেশটিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯ লাখ ৪৯ হাজার ৫৪৬ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৩৮ জনের।

ছাবেদ সাথী/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়