ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

লেবাননে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

জসিম উদ্দীন সরকার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ২২ ফেব্রুয়ারি ২০২১  
লেবাননে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

যথাযথ মর্যাদায় লেবাননের বাংলাদেশ দুতাবাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

রোববার (২১শে ফেব্রুয়ারি) দূতাবাসের ছাদে দিনের প্রথম প্রহরে জাতীয় পতাকা অর্ধনিমিত করেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মোস্তাহিদুর রহমান।

এরপর দূতাবাসে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ দূতাবাস, লেবানন আওয়ামী লীগ, লেবানন বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। সবশেষে রাষ্ট্রদূতের সভাপতিত্বে দূতাবাসে হল রোমে দিবসটির ওপর আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দূতাবাস কর্মকর্তা খালেদ। এরপর ভাষা শহীদদের স্বরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতির বাণী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আব্দুল্লাহ আল মামুন, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের তৃতীয় সচিব আব্দুল্লাহ আল শাফি, পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাইফুর রহমান। এছাড়া, দিবসটির তাৎপর্যের ওপর বক্তব্য রাখেন কমিউনিটি নেতা এস এম জসিম, আশফাক তালুকদার, দুলা মিয়াসহ অনেকে।

রাষ্ট্রদূত বলেন, মাতৃভাষার জন্য আত্মদান পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। একুশের চেতনার মাধ্যমে বাঙালি জাতি মহান মুক্তিযুদ্ধের প্রেরণা পেয়েছিল যার ফলে পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমাদের মহান স্বাধীনতা অর্জিত হয়েছিল।’

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়