ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নিউইয়র্কে মার্চ থেকে খুলছে সিনেমা হল

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ২৪ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১২:০৪, ২৪ ফেব্রুয়ারি ২০২১
নিউইয়র্কে মার্চ থেকে খুলছে সিনেমা হল

করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী মার্চ থেকে নিউইয়র্ক সিটির সিনেমা হলগুলো আংশিকভাবে খুলে দেওয়া হচ্ছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) গভর্নর অ্যানড্রিউ ক্যুমো এই ঘোষণা দেন।

করোনাভাইরাস সংক্রান্ত বিধি-নিষেধ শিথিল করার ক্ষেত্রে এটি আরেকটি পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ক্যুমো বলেন, ‘আগামী ৫ মার্চ থেকে সিনেমা হলগুলোর ২৫ শতাংশ কাজে লাগানো যাবে এবং বাকি অংশ সামাজিক দূরত্ব বজায় রাখতে ফাঁকা রাখতে হবে। একটি স্ক্রিনে সর্বোচ্চ ৫০ জন সিনেমা দেখতে পারবেন।’

প্রায় এক বছর বন্ধ রাখার পর সিনেমা হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাইক্রোব্লগিং সাইট টুইটার ক্যুমো লিখেছেন, ‘এক্ষেত্রে নির্ধারিত আসন, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্য ঝুঁকি সংক্রান্ত সাবধানতা বজায় রাখতে হবে।’

মহামারি করোনাভাইরাস আমেরিকার এ বাণিজ্যিক রাজধানীতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় গত বছরের ১৭ মার্চ সেখানকার সিনেমা হলগুলো সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়। নগরীতে এ পর্যন্ত কোভিড-১৯ রোগে প্রায় ২৯ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

ছাবেদ সাথী/মারুফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়