ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

এখনই নতুন দল গঠন করবেন না ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৯, ১ মার্চ ২০২১   আপডেট: ১১:১৩, ১ মার্চ ২০২১
এখনই নতুন দল গঠন করবেন না ট্রাম্প

যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠন করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  গত নির্বাচনের পর থেকেই গুঞ্জন উঠেছে ট্রাম্প নতুন দল গঠন করতে যাচ্ছেন। 

রোববার (২৮ ফেব্রুয়ারি) ফ্লোরিডায় এক কনফারেন্সে তিনি নীরবতা ভেঙে জানালেন নতুন দল গঠনের কোনো ইচ্ছে তার নেই।

নতুন দল গঠন করলে রিপাবলিকান ভোট ভাগ হয়ে যাবে এমন আশঙ্কা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প।  একইসঙ্গে ফের ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করারও ইঙ্গিত দিয়েছেন তিনি।

চলতি বছরের ২০ জানুয়ারি ক্ষমতা ছাড়েন ট্রাম্প। ক্ষমতা ছাড়ার পর সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ফ্লোরিডার মার এ লাগোতে অনেকটাই চুপচাপ সময় কাটাচ্ছিলেন। এর মধ্যে তার বিরুদ্ধে ক্যাপিটল হিলে হামলার দায় নিয়ে সিনেটে অভিশংসন আদালতের কাজ চলে। ২০ জানুয়ারির পর ট্রাম্প নিজে নীরব থাকলেও তাকে নিয়ে সরগরম ছিল পুরো আমেরিকা। অভিশংসন আদালতের দণ্ড থেকে মুক্তি পেয়ে ট্রাম্প আবার সরব হয়ে ওঠেন।

আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রেসিডেন্ট ক্ষমতা থেকে চলে যাওয়ার মাত্র ৪০ দিনের মাথায় আবার রাজনীতির মঞ্চ গরম করার প্রয়াস নিলেন। নজিরবিহীনভাবে হোয়াইট হাউসে আসা নতুন প্রেসিডেন্টের সমালোচনাও করলেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘আমরা সবাই জানি, বাইডেন প্রশাসন কতটা খারাপ করবে। বাইডেন প্রশাসন কতটা বাম দিকে চলে যাবে, তা আমাদের ধারণারও বাইরে।’

ট্রাম্প এ কথা বলার সময় উপস্থিত দর্শক-শ্রোতা ব্যাপকভাবে হাততালি ও স্লোগান দিয়ে তার বক্তব্য সমর্থন করেন।

ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেনের অভিবাসননীতি শুধু বেআইনিই নয়, তা অনৈতিক, হৃদয়হীন ও আমেরিকার মূল চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।’

বাইডেন প্রশাসন আমেরিকার স্কুলগুলো খুলে দিতে ব্যর্থ হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

ক্ষমতা থেকে চলে যাওয়ার পর অনেকটাই উৎফুল্ল ভাব নিয়ে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, ‘এই সমাবেশের সাহসী রিপাবলিকানরাই আগামী চার বছর নৈরাজ্যবাদী ডেমোক্র্যাটদের বিরুদ্ধে লড়াই করে যাবে। এসব সাহসী রিপাবলিকানই ফেক নিউজ ও তাদের বাতিল সংস্কৃতির বিরুদ্ধে লড়াই করবে।’ 

এই লড়াইয়ে তিনি পাশে থাকবেন বলেও উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, ‘জয়ের জন্য যা প্রয়োজন, আমরা তা–ই করব। আমাদের রিপাবলিকান পার্টি আছে। এটি আগের তুলনায় ঐক্যবদ্ধ এবং শক্তিশালী হতে চলেছে।’

ঢাকা/ছাবেদ সাথী/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়