ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাংলাদেশে শিক্ষা মেলা করছে মালয়েশিয়ার ১২ বিশ্ববিদ্যালয়

মালয়েশিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ৬ মার্চ ২০২১   আপডেট: ১৮:২৯, ৬ মার্চ ২০২১
বাংলাদেশে শিক্ষা মেলা করছে মালয়েশিয়ার ১২ বিশ্ববিদ্যালয়

চলতি মাসেই ঢাকা ও রাজশাহীতে শিক্ষা মেলার আয়োজন করেছে মালয়েশিয়ার ১২টি বিশ্ববিদ্যালয়।

মালয়েশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কম খরচে উচ্চ শিক্ষার সুযোগ রয়েছে। ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে চার দিনব্যাপী এ শিক্ষামেলার আয়োজন করেছে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো। মেলায় থাকছে আইএলটিএস ছাড়া তাৎক্ষণিক ভর্তির সুযোগ, রয়েছে স্কলারশিপও।

শিক্ষা মেলা উপলক্ষে কুয়ালালামপুরে শুক্রবার সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২ ও ১৩ মার্চ ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং ১৯ ও ২০ মার্চ রাজশাহী চেম্বার অব কমার্সে অনুষ্ঠিত হবে মেলা। এরই মধ্যে এতে অংশ নিতে নিবন্ধন করেছেন ৩ হাজারেরও বেশি শিক্ষার্থী।

আগ্রহীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ মেলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান এনএসএস সল্যুশন এসডিএন বিএইচডি কর্তৃপক্ষ। তবে করোনা পরিস্থিতির কারণে যেসব বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সরাসরি যেতে পারবেন না। তারা ভার্চুয়ালি মেলায় অংশ নেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

মেলার আয়োজক প্রতিষ্ঠান এনএসএস’র হেড অব মার্কেটিং সবুজ হোসেন বলেন, দেশের খরচে মালয়েশিয়ায় মানসম্মত পড়াশোনার সুযোগ তৈরি হবে এ শিক্ষা মেলার মাধ্যমে। এছাড়া শিক্ষার্থীরা তাদের অবস্থান সম্পর্কেও একটা ধারণা পাবে।   

সংবাদ সম্মেলনে এশিয়া প্যাসিফিক, ইউনিভার্সিটি টেকনোলজি, ইউনিভার্সিটি তেনেগা ন্যাশনাল, ইউনিভার্সিটি টেকনিকাল মালাক্কা, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব সাইবারজায়াসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

মালয়েশিয়া/রাজু/এসএন 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়