ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ওমানে ৭ মার্চ উদযাপন

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৬, ৮ মার্চ ২০২১   আপডেট: ২০:১৯, ৮ মার্চ ২০২১
ওমানে ৭ মার্চ উদযাপন

ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করেছে ওমানের বাংলাদেশ দূতাবাস। 

রোববার (৮ মার্চ) সকালে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত মিজানুর রহমান।

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু কর্নার এ ‘বঙ্গবন্ধু ম্যুরাল’, ‘বঙ্গবন্ধু লাইব্রেরি’ বাংলাদেশের প্রকৃত ইতিহাস, বাংলাদেশের অভ্যুদয়ে জাতির জনকের অবদান, জাতির পিতার জীবনালেখ্য ও উন্নয়নের তথ্যচিত্র প্রদর্শনীর জন্য ‘ইন্টার অ্যাকটিভ’ সম্প্রচার মাধ্যমের উদ্বোধন করেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের উচ্চারণ “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”—ই ছিল আমাদের মূল মনোবল। যাকে ভর করে আমরা নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। 

রাষ্ট্রদূত বলেন, আগামীর উন্নত সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে ভেদাভেদ ভুলে, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা এবং যার যার অবস্থান থেকে দেশের উন্নয়নে এগিয়ে আসতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান।


 

হাসান/এসএন 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়