ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: ব্যাংককে নৌ শোভাযাত্রা

নিউজ ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ২৭ মার্চ ২০২১   আপডেট: ১৫:৪১, ২৭ মার্চ ২০২১
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: ব্যাংককে নৌ শোভাযাত্রা

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ব্যাংককের চাওপ্রায়া নদীতে আয়োজন করা হয় ভিন্ন রকম নৌ শোভাযাত্রা। পুরো নৌযান জুড়ে ছিল লাল-সবুজের ছড়াছড়ি। 

শুক্রবার (২৬ মার্চ) চাওপ্রায়া নদীর আইকন সিয়াম পিয়ার থেকে শুরু হয় এ নৌ শোভাযাত্রা। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই নৌ শোভাযাত্রা নজর কাড়ে ব্যাংককের নানা স্তরের মানুষের।

ভিন্নমাত্রার এই নৌ শোভাযাত্রার উদ্যেক্তা মারমেইড ইকো টুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল হক চৌধুরী সোহাগ বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে এসে বাংলাদেশ এখন সারা বিশ্বের বিস্ময়। বাংলাদেশের গৌরবগাথা পৃথিবী জুড়ে ছড়িয়ে দিতেই আমাদের এই প্রচেষ্টা।’
মারমেইড ইকো টুরিজম লিমিটেডের পরিচালক সামিহা আলম বৃষ্টি বলেন, ‘এই শোভাযাত্রা বিশ্ববাসীর কাছে বাংলাদেশের অগ্রগগিতর বার্তা পৌঁছে দিতেই পারলেই আমরা এটিকে সফল মনে করব। বিশ্বের যে প্রান্তেই আমরা থাকি বাংলাদেশকে একটি অগ্রসর দেশ হিসেবে পৃথিবীর কাছে তুলে ধরতে চাই।’

এই উদ্যেগে আরও সহযোগিতা করেছেন মারমেইড ইকো টুরিজম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রাদ হোসেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়