ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্বেচ্ছায় লেবানন থেকে দেশে ফিরছেন আরও ২৭৮ বাংলাদেশি

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৯, ৫ এপ্রিল ২০২১   আপডেট: ১২:৩৫, ৫ এপ্রিল ২০২১
স্বেচ্ছায় লেবানন থেকে দেশে ফিরছেন আরও ২৭৮ বাংলাদেশি

রাজনৈতিক অস্থিরতা ও অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার কারণে লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন আরও ২৭৮ জন প্রবাসী বাংলাদেশি।

এসব নাগরিক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওয়ানা দিয়েছেন।

রোববার (৪ এপ্রিল) দেশটির রাজধানী বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচির আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বশেষ ফ্লাইট (বোয়িং-৭৮৮) বৈরুত রফিক হারিরি এয়ারপোর্ট ছেড়েছে। এ ফ্লাইটে ২৭৮ জন যাত্রী দেশে ফিরছেন।

আজ সোমবার (৫ এপ্রিল) ভোরে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচির প্রথম ফ্লাইট শুরু হয়। এ পর্যন্ত ৩ হাজারের বেশি যাত্রী বাংলাদেশে ফিরেছেন।

হাসান/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়