ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মালয়েশিয়ার পুত্রা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কমিটিতে বাংলাদেশি আল মামুন

মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ১৫ এপ্রিল ২০২১   আপডেট: ১৪:৫৬, ১৫ এপ্রিল ২০২১
মালয়েশিয়ার পুত্রা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কমিটিতে বাংলাদেশি আল মামুন

মো. আল মামুন ও মোহান্নাদ সালেহ

স্বনামধন্য ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার (ইউপিএম) আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংগঠনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী মো. আল মামুন। ২০২১-২০২২ সালের কার্যনির্বাহী এ কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন সিরিয়র শিক্ষার্থী মোহান্নাদ সালেহ।

১১ সদস্যের কমিটিতে বাংলাদেশ, সিরিয়া ছাড়াও রয়েছে ইয়েমেন, নাইজেরিয়া, মালয়েশিয়া, আলজেরিয়া, আফগানিস্তান, ইরান ও ইরাকের শিক্ষার্থী। রোববার (১১ এপ্রিল) অনাড়ম্বর এক  অনুষ্ঠানে ইউপিএমআইএসএ-এর উপদেষ্টা  ও সহযোগী অধ্যাপক ড. সেকা গান্ডাসেকা কার্যকরী কমিটির অনুমোদন দেন। এর আগে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

কমিটির অন্যান্য পদে আছেন সহ-সভাপতি আব্দুল রহমান আব্দুল জব্বার আলী (ইরাক), যুগ্ম-সাধারণ সম্পাদক সুলেমান সুলেমান বশির আদমু (নাইজেরিয়া), অর্থ সম্পাদক সাহার হিডারি (ইরান)। এছাড়া পরিচালক হিসেবে মোহাম্মদ অলি বউকে (মরিতানিয়া), মুনা হামাউদ (ইয়ামেন), মুহাম্মাদ গালিহ রিয়ানো (ইন্দোনেশিয়া), মুজিব রহমান (আফগানিস্তান),আইমন ড্রিস (আলজেরিয়া) ও সিতি নবীলা মোহাম্মদ রোসদী (মালয়েশিয়া) দায়িত্ব পালন করবেন।

নতুন এ কমিটি বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় কাজ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যাক্ত করা হয়।

উল্লেখ্য, ইউপিএম এ বিশ্বের ৭০টিরও বেশি দেশের শিক্ষার্থী পড়াশুনা করছে। লেখাপড়ার পাশাপাশি এ সংগঠনের মাধ্যমে পারস্পরিক সাংস্কৃতিক ছড়িয়ে দিতে নানা আয়োজনে অংশ নেয় শিক্ষার্থীরা।

এদিকে নবগঠিত এ কমিটিকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আরিফিন বিন আবদু।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়