ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

জর্জিয়ায় ক্যানসারে আক্রান্ত বাংলাদেশি কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ১৭ এপ্রিল ২০২১   আপডেট: ১৫:১৩, ১৭ এপ্রিল ২০২১
জর্জিয়ায় ক্যানসারে আক্রান্ত বাংলাদেশি কিশোরীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ক্যানসার আক্রান্ত বাংলাদেশি কিশোরী আনিসা আব্বাস মহিমা মারা গেছেন। তার বয়স হয়েছিল ১৬।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) মধ্যরাতে স্কটিস রাইট চিলড্রেন হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে ক্যানসার আক্রান্ত ছিলেন মহিমা। তিনি জর্জিয়া বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি মাহমুদ আব্বাস মিঠুর ছোট মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, আড়াই বছর বয়সে মহিমার কিডনিতে ক্যানসার ধরা পড়ে। সেই থেকে কিডনি চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। সুস্থতার স্বার্থে শিশুকালে তার একটি কিডনিও অপসারণ করা হয়।

আনিসা আব্বাস মহিমার পৈতৃক নিবাস বৃহত্তর কুমিল্লা জেলায়। তার এই অকাল মৃত্যুতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার পক্ষ থেকে  শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানানো হয়েছে।

ছাবেদ সাথী/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়