Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২১ অক্টোবর ২০২১ ||  কার্তিক ৫ ১৪২৮ ||  ১৩ রবিউল আউয়াল ১৪৪৩

টেক্সাসে বন্দুক হামলায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ২০ এপ্রিল ২০২১  
টেক্সাসে বন্দুক হামলায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুক হামলায় তিন জন নিহত হয়েছেন। 

স্থানীয় সময় রোববার (১৯ এপ্রিল) টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার পর পরই অস্টিনের গ্রেট হিলস টেইল ও রেইন ক্রিক পার্কওয়ে এলাকার সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

অস্টিন পুলিশ টুইটে জানিয়েছে, হামলাকারীকে আটক করা যায়নি।

অস্টিন-ট্র্যাভিস কাউন্টির জরুরি চিকিৎসা সেবা (এটিসিইএমএস) কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় দুই নারী ও একজন পুরুষ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে ৪১ বছর বয়সী একজনকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান জো চাকোন। 

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি সম্ভবত একজন সাবেক কাউন্টি গোয়েন্দা কর্মকর্তা।

সর্বশেষ গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপোলিসে বন্দুক হামলায় আট জন নিহত হন।

ঢাকা/ছাবেদ সাথী/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়