ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মালয়েশিয়ায় ঈদ বৃহস্পতিবার

ইমরান মোস্তফা, মালয়েশিয়া || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৯, ১১ মে ২০২১  
মালয়েশিয়ায় ঈদ বৃহস্পতিবার

মালয়েশিয়ায় পবিত্র হারি রায়া বা ঈদুল ফিতর উদযাপিত হবে ১৩ মে বৃহস্পতিবার।

মঙ্গলবার (১১ মে) সন্ধ‌্যায় সরকারিভাবে রাজার অনুমতি সাপেক্ষে ১৩ মে (বৃহস্পতিবার) সমগ্র মালয়েশিয়ায় ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়। তবে দেশজুড়ে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার নামে লকডাউন চালু থাকায় অন্যান্য বারের মতো এ বছর ঈদ উৎসব জাঁকজমকপূর্ণ হবে না। লকডাউনের কারণে সব ধরনের জমায়েত আগে থেকে নিষিদ্ধ আছে। তবে, স্বাস্থ্যবিধি মেনে মসজিদ বা সুরাওয়ের ভেতর ঈদের নামাজ আদায় করা যাবে বলে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, করোনার সংক্রমণ রোধে মালয়েশিয়া জুড়ে চলছে লকডাউন। এর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে জোর তাগিদ দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে প্রশাসন।

মোস্তফা/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়