ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নিউ ইয়র্কে বাংলাদেশির গাড়ি চুরি

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২১, ১৩ জুন ২০২১   আপডেট: ১১:২৬, ১৩ জুন ২০২১
নিউ ইয়র্কে বাংলাদেশির গাড়ি চুরি

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রকাশ্য দিবালোকে গাড়ি চুরির ঘটনা ঘটেছে।  

স্থানীয় সময় শনিবার (জুন ১২) বিকেল ৬টার দিকে বাংলাদেশি অধুষ্যিত জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিট ও ব্রডওয়ের কর্নারে স্টারলিং ব্যাংকের সামনে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, গাড়ির মালিক মোহাম্মদ ইসলাম তার টয়োটা ক্যামরি (ডিএক্সএল ৮৬৩৫) গাড়িটি চালু রেখে একটি দোকান থেকে খাবার আনতে যান, এ সময় ওৎ পেতে থাকা চোর চালু গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টের পেয়ে মালিক ইসলাম দ্রুত গাড়ির কাছে এসে তার শার্টের কলার চেপে ধরেন কিন্তু ছিনতাইকারী তাকে ধাক্কা মেরে গাড়ি নিয়ে পালিয়ে যায়। নিরুপায় হয়ে তিনি পুলিশে খবর দেন।

পুলিশ গাড়িটিকে পর্যবেক্ষণে রেখেছেন।  গাড়ি চোরকে গ্রেপ্তার করতে পারলেই মালিককে গাড়িটি ফেরত দিতে পারবেন বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

ইসলাম জানান, তিনি একাই ছিনতাইকারীকে আটকের চেষ্টা করেছেন। আশেপাশে অনেক বাংলাদেশিই দাঁড়িয়ে দেখছিলেন কিন্তু সহায়তার জন্য কেউ এগিয়ে আসেনি। ছিনতাইকারীও একজন এশিয়ান বলে উল্লেখ করেন ইসলাম।

ঢাকা/ছাবেদ সাথী/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়