ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নিউ ইয়র্কে ৫ দিনব্যাপী বই মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ২৮ অক্টোবর ২০২১  
নিউ ইয়র্কে ৫ দিনব্যাপী বই মেলা শুরু

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পাঁচ দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। 

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও নিউইয়র্ক বাংলা বইমেলার ৩০ বছর পূর্তিকে সামনে রেখে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) থেকে শুরু হয়ে ১ নভেম্বর পর্যন্ত চলবে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত এ বই মেলা। বই মেলার এবারের স্লোগান- ‘বই আমার শক্তি, বই আমার মুক্তি’।

কবি আসাদ চৌধুরী মেলা উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর ও লেখক আনিসুল হক। লাগর্ডিয়া এয়ারপোর্টের ম্যারিয়াট হোটেলের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। 

জ্যাকসন হাইটসের ৭৭ স্ট্রিট ও ৩৭ এভিনিউ কর্নারে অবস্থিত জুইশ সেন্টারে প্রতিদিন দুপুর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বইমেলা চলবে।

ছাবেদ সাথী/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়