ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

স্টুডিও নিউ ইয়র্কে ফেসবুক লাইভে গাইবেন কৌশলী ইমা

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ২৪ ডিসেম্বর ২০২১  
স্টুডিও নিউ ইয়র্কে ফেসবুক লাইভে গাইবেন কৌশলী ইমা

যুক্তরাষ্ট্রের ‘স্টুডিও নিউ ইয়র্কে’ প্রথমবারের মতো গান গাইবেন প্রবাসের সমকালীন ও লোকগানের শিল্পী কৌশলী ইমা। 

প্রবাসের জনপ্রিয় আবৃত্তিকার ও উপস্থাপক আবীর আলমগীরের উপস্থাপনায় 'আবিরের সাথে ফেসবুক লাইভ' অনুষ্ঠানে শুক্রবার (২৪ ডিসেম্বর) নিউ ইয়র্ক সময় রাত ৯টা এবং বাংলাদেশ সময় শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টায় সরাসরি ফেসবুক লাইভে গাইবেন কৌশলী ইমা।  

দেশ-বিদেশের আলোচিত নানা ঘটনা ও সমকালীন বিষয় নিয়ে তাৎক্ষণিক গান পরিবশেন করেন যুক্তরাষ্ট্র প্রবাসী সঙ্গীতশিল্পী কৌশলী ইমা।

তিনিই প্রথম রাষ্ট্রীয় মর্যাদা থেকে বঞ্চিত, অবহেলিত ও ভিক্ষে করে খাওয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে গান গেয়েছেন। মুক্তিযুদ্ধ, রাজনীতি, দেশপ্রেম, মানবপ্রেম ও আধ্যাত্মিক বিষয় নিয়ে তার গাওয়া গান সর্ব মহলে প্রশংসিত। 

সমসাময়িক বিষয় এবং জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু ভিত্তিক তার বৈচিত্র্যময় গান ইতোমধ্যে দেশ ও বিদেশে বেশ সুনাম কুড়িয়েছে। দেশে অবস্থানকালে গান গেয়েছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনে। 

তিনি ঢাকা সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় থেকে লোকসঙ্গীতে স্নাতক এবং লালমাটিয়া মহিলা কলেজ থেকে বাংলা সাহিত্যে মাস্টার ডিগ্রি লাভ করেন। তার বৈচিত্র্যময় গানের সংকলন নিয়ে আমলনামা ডটকম, মাটির মানুষ ও জেন্টেলম্যান নামে তিনটি অ্যালবাম বের হয়েছে। 

তরুণ প্রজন্মের এ শিল্পী ইতোমধ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক ও সমকালীন গান গেয়ে উত্তর আমেরিকায় ব্যাপক পরিচিতি পেয়েছেন।

ছাবেদ সাথী/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়