ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নিউ ইয়র্কে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৯

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ১০ জানুয়ারি ২০২২   আপডেট: ০৮:৩২, ১০ জানুয়ারি ২০২২
নিউ ইয়র্কে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৯

আগুন নিয়ন্ত্রণে কাজ করে প্রায় ২০০ দমকলকর্মী

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রঙ্কসে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুন লেগেছে। এতে নয় শিশুসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

সোমবার (১০ জানুয়ারি) বিবিসি’র এক খবরে এ তথ‌্য জানানো হয়।

এতে বলা হয়, স্থানীয় সময় রোববার সকালের দিকে ভয়াবহ আগুন লাগে।

নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের সিনিয়র উপদেষ্টা স্টেফান রিঙ্গেল নিহতের সংখ্যা নিশ্চিত করে বলেন, ‘মারা যাওয়া শিশুদের বয়স ১৬ বছর বা তার কম। অগ্নিকাণ্ডে আহত ৬৩ জনের মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়ছে।’ 

নিউ ইয়র্ক দমকলের কমিশনার ড্যানিয়েল নিগ্রো জানিয়েছেন, নিউ ইয়র্ক সিটিতে গত তিন দশকের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে বেশিরভাগ মানুষ মারা গেছেন।  

নিউ ইয়র্ক সিটির মেয়র ঘটনাস্থল থেকে এক সংবাদ সম্মেলনে  বলেন, ‘প্রায় ২০০ দমকলকর্মী রোববার বেলা ১১টার দিকে সিটির ৩৩৩ পূর্ব ১৮১তম স্ট্রিটে বিল্ডিংটিতে আগুনে নেভানোর জন্য কাজ করেন। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ তলা ভবনের তৃতীয় তলা থেকে আগুন লাগে।’

ঢাকা/ছাবেদ সাথী/ইভা   

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়