ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনাদের প্রতি আহ্বান

এম এস ইসলাম, চীন সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ১৯ আগস্ট ২০২২  
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনাদের প্রতি আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ড. এম নজরুল ইসলাম।

তিনি বলেছেন, ‘উদীয়মান বাংলাদেশের অর্থনীতিতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আমি আমাদের চীনা বন্ধুদের বাংলাদেশ সফরে স্বাগত জানাই।’

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উদ্যোগে চীন ও বাংলাদেশের মধ্যে প্রথম সরাসরি যাত্রীবাহী ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এম নজরুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশ এখন এশিয়া প্যাসিফিক অঞ্চলে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি। বাংলাদেশ বিনিয়োগ ও ব্যবসাকে আকৃষ্ট করতে সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি ও সুযোগ-সুবিধা তৈরি করেছে।’

চীনের বাজারে অতিরিক্ত এক শতাংশ বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের জন্য প্রাসঙ্গিক গেজেট জারি এবং বাংলাদেশি শিক্ষার্থীদের তাদের ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার পদক্ষেপের জন্য চীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এমএসআই/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়