ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আমিরাতের বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসিতে শতভাগ উত্তীর্ণ

মুহাম্মদ শাহ জাহান, ইউএই || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ৯ ফেব্রুয়ারি ২০২৩  
আমিরাতের বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসিতে শতভাগ উত্তীর্ণ

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। সারা দেশের ন্যায় উচ্চ মাধ্যমিক এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আমিরাতে বাংলাদেশি শিক্ষার্থীদের। 

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বৈদেশিক পরীক্ষা কেন্দ্রগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুইটি বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ফলাফলে শতভাগ পাস করেছেন।

এবারের এইচএসসি পরীক্ষায় আমিরাতের রাজধানী আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলে ২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। তারা প্রত্যেকেই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে সাত জন। 

এছাড়াও, উত্তর আমিরাতের অঙ্গরাজ্য রাস আল খাইমাহর বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলে মোট ১৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে দুই জন। 

ঢাকা/হাসান/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়