ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু

শাহীন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ১৪ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু

পাবনা প্রতিনিধি : পাবনায় দ্বিতীয় পর্যায়ে কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

রোববার পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে লটারির মাধ্যমে ১২৫ জন নির্বাচিত কৃষকের নিকট থেকে মাথাপিছু ১০ মণ করে ধান কেনা হয়।

এ সময় পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহেদ পারভেজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, উপজেলা খাদ্য কর্মকর্তা আলাউল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম মাসুম বিল্লাহ ও গয়েশপুর ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাই উপস্থিত ছিলেন।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, ধান সংগ্রহের দ্বিতীয় পর্যায়ে পাবনার নয় উপজেলা থেকে ৩ হাজার ২১১ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। স্বচ্ছ ও নিরপেক্ষভাবে লটারির মাধ্যমে প্রতিটি ওয়ার্ড থেকে ১৩ জন করে নির্বাচন করে মণ প্রতি ১০৪০ টাকা দরে ধান সংগ্রহ করা হবে। পাবনা সদর উপজেলায় ৫১৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।


রাইজিংবিডি/পাবনা/১৪ জুলাই ২০১৯/শাহীন রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়