ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘শুধু গার্মেন্টস নয়, কৃষিও অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ২ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘শুধু গার্মেন্টস নয়, কৃষিও অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে’

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আমরা শুধু গার্মেন্টসের ওপর নির্ভরশীল থাকবো না, কৃষিও দেশের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখবে।’

বুধবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এ কথা বলেন।

‘ওয়ার্কশপ অন টিসিপি প্রজেক্ট অন ফল আর্মিওয়ার্ম (এফএডব্লিউ) এন্ড ই পেস্ট’ প্রকল্পের সূচনা অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘এক সময়ের খাদ্য ঘাটতির দেশ আজ খাদ্য রপ্তানির যোগ্যতা অর্জন করেছে। এখন কৃষির আধুনিকায়নের কাজ চলছে। আমরা এমডিজি’র লক্ষ্যমাত্রা অর্জন করেছি। এখন এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের পথে বাংলাদেশ।’

ড. আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশে দানাদার খাদ্য তালিকায় ভুট্টার তেমন অবদান ছিলনা। দেশের কৃষি বিজ্ঞানীরা উন্নত জাত উদ্ভাবন করেছে, ফলে দেশের ভুট্টার উৎপাদন দিন দিন বেড়ে চলছে। ভুট্টা এখন যুক্ত হচ্ছে পোল্ট্রি শিল্পে। ভুট্টার ভবিষৎ খুবই ভালো।

নির্বাচনী ইশতেহারের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ইশতেহারে যা যা রয়েছে, সব বাস্তবায়ন করা হবে। বিশ্বাস রাখুন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা’র ওয়াদা অবশ্যই পালন করা হবে। দেশে আর কারোরই অভুক্ত থাকার সুযোগ নেই। পুষ্টি ও নিরাপদ খাদ্য অবশ্যই নিশ্চিত করবে সরকার।’

আগাম বৃষ্টির কারণে পেঁয়াজের উৎপাদন কম হয়েছে, তাই দাম অস্বাভাবিক-এমনটা জানিয়ে মন্ত্রী বলেন, দ্রুতই বিদেশ থেকে পেঁয়াজ আনার ব্যবস্থা করা হচ্ছে।

মন্ত্রী জানান, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের কৃষি নিয়ে অহংকার করেন, গর্ব করেন। তিনি তার নিজ বাড়িতে অপ্রচলিত ফলের বাগান করেছেন। কৃষির উন্নয়নের জন্য সবসময় কাজ করছেন প্রধানমন্ত্রী।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. মুঈদের সভাপতিত্বে ওয়ার্কশপে কৃষি সচিব মো: নাসিরুজ্জামান বক্তব্য রাখেন।


ঢাকা/আসাদ/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়