ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রতি ইউনিয়নে কোন ফসল কতটা চাষ হবে তা জানাতে হবে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ২০ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রতি ইউনিয়নে কোন ফসল কতটা চাষ হবে তা জানাতে হবে

গতানুগতিক কাজ বাদ দিয়ে সৃজনশীল হওয়ার আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ফসলের উৎপাদনের লক্ষ্যমাত্রা ইউনিয়ন ভিত্তিক নির্ধারণ করে জানাতে হবে মন্ত্রণালয়কে।

বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে  মাসিক (নভেম্বর) এডিপি সভায় তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ডাল ও তৈল উৎপাদন বৃদ্ধিতে যারা কাজ করছেন, তারা আগে থেকেই কী পরিমান বীজ উৎপাদন করবেন এবং তা থেকে কী পরিমান তৈল ও ডাল পাওয়া যাবে, তা নির্ধারণ করতে হবে। কতজন কৃষককে কী পরিমান বীজ দেয়া হবে, তাও জানাতে হবে।

বারি ও বিনাকে উদ্যোক্তা প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের আহবান জানান মন্ত্রী। পেঁয়াজের বিকল্প হিসেবে চিভ চাষ বৃদ্ধির জন্য কৃষিমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


ঢাকা/আসাদ/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়