ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কৃষি কার্যক্রম মনিটরিংয়ে থাকছেন ৬৪ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৬, ১০ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কৃষি কার্যক্রম মনিটরিংয়ে থাকছেন ৬৪ কর্মকর্তা

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস সংক্রামের মধ্যে দেশে কৃষি কার্যক্রম মনিটরিংয়ে ৬৪ জেলায় ৬৪ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে সরকার।

রোববার (১০ মে) কৃষি মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, গত ২ মার্চ কৃষি মন্ত্রণালয় ও দপ্তর বা সংস্থার কর্মকর্তাদের ৬৪টি জেলার ‘বঙ্গবন্ধু কৃষি উৎসব’ মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হলো। এখন করোনার এই পরিস্থিতিতে কৃষি কার্যক্রম মনিটরিংয়ের জন্য কর্মকর্তাদের এ দায়িত্ব দেওয়া হলো। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে খাদ্য উৎপাদন ব্যবস্থা চালু রাখতে, অধিক ফসল উৎপাদন করতে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ও কোনো জমি যেন পতিত না থাকে সে বিষয়ে কী কী ব্যবস্থা গৃহীত হয়েছে সে বিষয়ে দেখবেন এই কর্মকর্তারা।

আরো বলা হয়, বোরো ধান কাটার অগ্রগতি, কৃষি যন্ত্রপাতি ব্যবহার, শ্রমিকের চাহিদা ও যোগানের বিষয়ও দেখবেন। এছাড়া, কর্মকর্তারা আউশে প্রণোদনা, আউশের বীজতলা ও বপণ, পারিবারিক সবজি বাগান স্থাপনের অগ্রগতি, খাদ্য মন্ত্রণালয়ের ধান ক্রয়ের জন্য কৃষকের তালিকা প্রণয়নের অগ্রগতি, সবজি, ফল, ফুল ও অনন্য কৃষি পণ্য বিপণনে সহায়তা এবং প্রণোদনার আওতায় ৪ শতাংশ সুদে ১৯ হাজার ৫০০ কোটি টাকা কৃষি ঋণ গ্রহণে কৃষকদের সহায়তা দেবেন।


ঢাকা/ হাসিবুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়