ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পেয়ারা বাগান গড়ে ভালোই রয়েছেন শান্ত

কুষ্টিয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৯, ১৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পেয়ারা বাগান গড়ে ভালোই রয়েছেন শান্ত

এই করোনা মহামারি সময়ে নিজের বাগানের পেয়ারা বিক্রি করে ভালোই রয়েছেন কুষ্টিয়ার ভেড়ামারার পাটুয়াকান্দি এলাকার আনোয়ার পারভেজ শান্ত।

বিষমুক্ত উপায়ে পেয়ারা চাষ করে বেশ সাফল্য পেয়েছেন তিনি। মূলত তিনি ছোট আকারের একজন ইটভাটা ব্যবসায়ী। করোনার এ দুঃসময়ে ইটভাটা বন্ধ থাকায় বাগানে তিনি আরও বেশি সময় দিতে পারছেন। এখন প্রতিদিনই শ্রমিকদের সঙ্গে নিজেও কাজ করছেন তিনি।

শান্ত জানান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় বছর চারেক আগে নিজের ৩ বিঘা জমিতে তিনি পেয়ারার বাগান গড়ে তোলেন। থাই পেয়ারা-৭ আবাদ করে ভালো ফলন পাচ্ছেন। সেই সঙ্গে পেয়ারা বাগানে সাথী ফসল হিসেবে শসা, তরমুজ, মিষ্টি কুমড়া, লালশাক ও ডাঁটাশাকেরও চাষ করেছেন।

শান্ত বলেন, ‘অন্যের বাগান দেখে আমার ফলদ বাগান গড়ে তোলার বাসনা ছিল দীর্ঘ দিনের। তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় নিজের ৩ বিঘা জমিতে থাই পেয়ারার চারা এনে রোপণ করি। আট মাসের মাথায় ফলন পাওয়া শুরু হয়। বছরে দু’বার পেয়ারা গাছ থেকে ফল পাওয়া যায়।’

রোগ ও পোকার আক্রমণ থেকে রক্ষা করতে তিনি পেয়ারায় পলিব্যাগ দিয়ে ব্যাগিং করে বেশ ভালো ফল পেয়েছেন বলেও জানালেন তিনি।

শান্ত  বলেন, ‘প্রতিদিন এখানে ৪-৫ জন করে শ্রমিক বাগান পরিচর্যার কাজ করেন। পেয়ারা বিক্রিতে কোনো ঝামেলা নেই। বাগান থেকেই ব্যাপারিরা পেয়ারা কিনে নিয়ে যান।'

ভেড়ামারা উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মুন্নাফ বলেন, ‘শান্ত একজন সফল পেয়ারা চাষি। তার পেয়ারা বাগানে পোকামাকড় দমনে কোনো কীটনাশকের ব্যবহার করা হয় না। তাকে দেখে আরও অন্যান্য কৃষক পেয়ারা চাষে উদ্বুদ্ধ হচ্ছেন।’

 

কাঞ্চন কুমার/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়