ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হবিগঞ্জে এবার কাঁঠালের ফলন বেশি, দামও ভালো

মামুন চৌধুরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৫, ২০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
হবিগঞ্জে এবার কাঁঠালের ফলন বেশি, দামও ভালো

জ্যৈষ্ঠ মাস শেষে আষাঢ় শুরু। পাকা কাঁঠালের ঘ্রাণ বাতাসে। হাটবাজারে পুরোদমে বিক্রি হচ্ছে এই জাতীয় ফলটি।

পাহাড় ও হাওর অধ্যুষিত হবিগঞ্জ জেলায় এবার কাঁঠালের আশানুরূপ ফলন হয়েছে। দামও ভালো। এতে খুশি চাষিরা।  পাহাড়ি টিলা আর সমতলে চাষ হওয়া পুষ্টিগুণেভরা কাঁঠাল বিক্রির জন্য চাষিরা পাইকারি বাজারে নিয়ে আসছেন। 

জেলার পাহাড়ি এলাকায় রয়েছে কাঁঠালের অনেকগুলো বাগান। এছাড়া বাড়ির আঙিনা, রাস্তার পাশেও দেখা যায় কাঁঠাল গাছের ছড়াছড়ি।

জেলার নবীগঞ্জ, চুনারুঘাট, মাধবপুর ও বাহুবল উপজেলার পাহাড়ি এলাকার থেকে প্রতিদিন হাজার হাজার কাঁঠাল সংগ্রহ করেন চাষিরা। এরপর তা জেলার সবচেয়ে বড় পাইকারি বাজার বাহুবল উপজেলার মুছাই ও চুনারুঘাট উপজেলার চন্ডিছড়ার বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। এখানে রয়েছে বেশ কয়েকটি আড়ত রয়েছে।

আড়তে ছোট আকারের কাঁঠাল একশতটি বিক্রি হচ্ছে ৬ থেকে সাড়ে ৭ হাজার টাকায়; আর বড় কাঁঠাল ১০ থেকে ১২ হাজার টাকায়। পাইকাররা এ কাঁঠাল ট্রাকে ভর্তি করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যান।

হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার প্রায় আড়াই হাজার একর জমিতে কাঁঠাল গাছ রয়েছে। প্রতি একরে উৎপাদন ৫ থেকে ৬ মেট্রিক টন।

মুছাইর ফলের আড়তের কয়েকজন মালিক জানান, এ বছর কাঁঠালের ফলন বেশি হয়েছে। দামও ভালো। চাষিদের মাঝে উৎসাহ দেখা গেছে।

 

ঢাকা/বকুল 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়