ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘কৃষিকাজে তরুণদের এগিয়ে আনতে পরিকল্পনা নিয়েছে সরকার’

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ২৬ জুলাই ২০২০   আপডেট: ০৭:১২, ৩১ আগস্ট ২০২০
‘কৃষিকাজে তরুণদের এগিয়ে আনতে পরিকল্পনা নিয়েছে সরকার’

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষিকাজে আকৃষ্ট করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আনতে পরিকল্পনা নিয়েছে সরকার।

রোববার (২৬ জুলাই) নর্দান বিশ্ববিদ্যালয় আয়োজিত কোভিড-১৯ পরিস্থিতিতে গ্রামীণ কৃষি অর্থনীতি শক্তিশালী করতে যুব উদ্যোক্তা শীর্ষক ওয়েবিনারে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, দেশে দিন দিন কৃষি শ্রমিকের সংকট বাড়ছে।   অন্যদিকে শিক্ষিত তরুণদের  মধ্যে রয়েছে কৃষির প্রতি অনীহা।  দেশের বেকার তরুণদের কৃষিকাজে আকৃষ্ট করতে হবে। তাদের আগ্রহ বাড়াতে হবে।

তিনি আরও বলেন, তরুণরা পুরনো পদ্ধতির কৃষিতে আকৃষ্ট হবে না।  তারা হাল নিয়ে চাষাবাদে বা হাত দিয়ে ধান লাগাতে কম আগ্রহী হবে এটাই স্বাভাবিক।  কিন্তু তারা উন্নত প্রযুক্তির আধুনিক কৃষি উৎপাদন ও প্রক্রিয়াজাতে আগ্রহী হবে।  সরকার কৃষিকে লাভজনক, আধুনিকীকরণ ও যান্ত্রিকীকরণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।  
 
অনুষ্ঠানে নর্দান বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ, গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান এস এম বখতিয়ার বক্তব্য রাখেন।


আসাদ/সাইফ

রাইজিং বিডি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়