ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৮ জানুয়ারি কৃষক দিবসের স্বীকৃতি দাবি

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ৮ জানুয়ারি ২০২১   আপডেট: ১৩:০৬, ৮ জানুয়ারি ২০২১
৮ জানুয়ারি কৃষক দিবসের স্বীকৃতি দাবি

৮ জানুয়ারিকে জাতীয় কৃষক দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছে প্রবীণ কৃষক কল্যাণ ফাউন্ডেশন (পিকেকেএফ)। শুক্রবার (৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, পিকেকেএফের প্রতিষ্ঠাতা খেদমত আলী মাস্টার, চেয়ারম্যান জয়নাল আবেদীন (হীরক), ভাইস চেয়ারম্যান আব্দুল জব্বার প্রমুখ উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এ দেশের ৮০ শতাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। আর কৃষির ধারক বাহক হলো কৃষক। স্বাধীনতার ৪৯ বছর পার হলেও বাংলাদেশের কৃষক আজও তার সামাজিক মর্যাদা পায়নি। অথচ পৃথিবীর উন্নত দেশগুলো যেমন চীন ১২ অক্টোবর, আমেরিকা ১২ অক্টোবর ও প্রতিবেশী দেশ ভারত ২৩ ডিসেম্বর তাদের কৃষকদের জন্য রাষ্ট্রীয় উদ্যোগে জাতীয় কৃষক দিবস পালন করে থাকে।

৮ জানুয়ারি দিনটি জাতীয় কৃষক দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান নেতারা।
 

মামুন/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়