ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

এক জোড়া গ্লাভসে দুই সোনা, মিরাকল নাকি ভিন্ন কিছু?

ক্রীড়া প্রতিবেদক, নেপাল থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৫, ৩ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক জোড়া গ্লাভসে দুই সোনা, মিরাকল নাকি ভিন্ন কিছু?

ছবি : আমিনুল ইসলাম

এসএ গেমসের দ্বিতীয় দিন কারাতেতে ৯টি পদক এসেছিল। তার মধ্যে ২টি ছিল রূপা আর ৭টি ছিল ব্রোঞ্জ।

ব্যক্তিগত কুমিতে বেশ কাছে গিয়েও সোনা জিততে পারেনি বাংলাদেশের মোস্তফা কামাল ও মাউনজেরা বন্যা। তবে আজ মঙ্গলবার সকালেই সোনা দিয়ে দিন শুরু করে বাংলাদেশ।

ছেলেদের ব্যক্তিগত কুমি অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে পাকিস্তানের জাফরকে ৭-৩ পয়েন্টে হারিয়ে কারাতেতে প্রথম সোনা জিতেন সেনাবাহিনীর মো. আল-আমিন। তার সেই গ্লাভস নিয়ে ম্যাটে হুমায়রা ফেরদৌস অন্তরা। তিনি স্বাগতিক নেপালের অনুগুরুংকে ৫-২ পয়েন্টের ব্যবধানে হারিয়ে সোনা জিতেন।

এক জোড়া গ্লাভসে দুই সোনার পদক। মিরাকল নাকি ভিন্ন কিছু? নাকি শুধুই বিশ্বাস? উত্তর জানা নেই দুই বিজয়ীর কারোই!

অন্তরা যখন সংবাদমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশে ব্যস্ত তখন এই গ্লাভস হাতে নিয়ে দেখছিলেন গতকাল ছেলেদের ব্যক্তিগত কাতায় পা পিছলে ব্রোঞ্জ জেতা হাসান খান। কী দেখছেন জানতে চাইলে হাসান বলেন, ‘এটা সেই গ্লাভস যেটা দিয়ে বাংলাদেশ আজ কারাতেতে ২টি সোনা জিতলো। তাই গ্লাভসটি ভালোভাবে দেখছি। কারাতেতে সোনার দুয়ার খুলে দেওয়া গ্লাভস এটা। আসেন ছবি তুলি।’

এই গ্লাভস পড়ে সোনা জয়ের কথা স্বীকার করেছেন আল-আমিন ও অন্তরা। কী আছে সেই গ্লাভসে?

 

কাঠমান্ডু/আমিনুল/ইয়াসিন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়