ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চতুর্থ দিন শেষে বাংলাদেশের পদক সংখ্যা ৪৩

ক্রীড়া প্রতিবেদক, নেপাল থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ৪ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চতুর্থ দিন শেষে বাংলাদেশের পদক সংখ্যা ৪৩

এসএ গেমসের তৃতীয় দিনটি বাংলাদেশের জন্য সোনায় মোড়ানো ছিল। কিন্তু আজ বুধবার চতুর্থ দিনটি ছিল এক প্রকার পানসে। কারাতেতে ইনজুরিময় একটি দিনে বাংলাদেশ কোনো সোনা জিততে পারেনি। গোটা দিনে বাংলাদেশের অর্জন ২টি রূপা ও ১৩টি ব্রোঞ্জ।

আজ বাংলাদেশ রূপা জিতে কারাতেতে মেয়েদের দলগত কুমিতে। অপর রূপাটি জিতে খো-খো তে। ১৩টি ব্রোঞ্জের মধ্যে কারাতে থেকে এসেছে ৩টি। উশু থেকে ৭টি ব্রোঞ্জ, টিটি থেকে ১টি, খো-খো থেকে ১টি ও লং জাম্পে বাংলাদেশ ১টি ব্রোঞ্জ জিতে।

সব মিলিয়ে ৪টি সোনা, ৮টি রূপা ও ৩১টি ব্রোঞ্জসহ মোট ৪৩ পদক নিয়ে পদক তালিকায় পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ। ৩৪টি সোনা, ২৩টি রূপা ও ১৩টি ব্রোঞ্জসহ ৭০ পদক নিয়ে ভারত রয়েছে শীর্ষে। ২৯ সোনা, ১৫ রূপা ও ২৫টি ব্রোঞ্জসহ ৬৯টি পদক নিয়ে স্বাগতিক নেপাল রয়েছে দ্বিতীয় স্থানে।

৯টি সোনা, ১৮টি রৌপ্য ও ১৮টি ব্রোঞ্জসহ মোট ৪৫টি পদক নিয়ে পাকিস্তান রয়েছে তৃতীয় স্থানে। ৮টি সোনা, ২৩টি রূপা ও ৩৮টি ব্রোঞ্জসহ ৬৯টি পদক নিয়ে শ্রীলঙ্কা রয়েছে চতুর্থ স্থানে। ১টি স্বর্ণ ও ২টি ব্রোঞ্জ জিতে মালদ্বীপ রয়েছে ষষ্ঠ স্থানে। ৪টি ব্রোঞ্জ জিতে ভুটান রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।

চতুর্থ দিন শেষে পদক তালিকা :

দেশ

স্বর্ণ

রৌপ্য

ব্রোঞ্জ

মোট

ভারত

৩৪

২৩

১৩

৭০

নেপাল

২৯

১৫

২৫

৬৯

পাকিস্তান

১৮

১৮

৪৫

শ্রীলঙ্কা

২৩

৩৮

৬৯

বাংলাদেশ

৩১

৪৩

মালদ্বীপ

ভুটান

 

কাঠমান্ডু/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়