ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ষষ্ঠ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭২ পদক

ক্রীড়া প্রতিবেদক, নেপাল থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ষষ্ঠ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭২ পদক

এসএ গেমসের ষষ্ঠ দিনে বাংলাদেশ ৭টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ জিতেছে। তাতে বাংলাদেশের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে ৭২টি। যার মধ্যে ৪টি সোনা, ২০টি রূপা ও ৪৮টি ব্রোঞ্জ। মোট ৭২ পদক নিয়ে পদক তালিকায় বাংলাদেশ রয়েছে পঞ্চম স্থানে।

৮১টি সোনা, ৫৯টি রূপা ও ২৫টি ব্রোঞ্জসহ ১৬৫ পদক নিয়ে ভারত রয়েছে শীর্ষে। ৪১টি সোনা, ২৭টি রূপা ও ৪৮টি ব্রোঞ্জসহ ১১৬টি পদক নিয়ে নেপাল রয়েছে দ্বিতীয় স্থানে। ২৩টি সোনা, ৪২টি রূপা ও ৬৯টি ব্রোঞ্জসহ মোট ১৩৪ পদক নিয়ে শ্রীলঙ্কা রয়েছে তৃতীয় স্থানে।

১৯টি সোনা, ২৫টি রূপা ও ২৯টি ব্রোঞ্জসহ ৭৩টি পদক নিয়ে পাকিস্তান রয়েছে চতুর্থ স্থানে। ১টি সোনা ও ২টি ব্রোঞ্জসহ মোট ৩টি পদক নিয়ে মালদ্বীপ রয়েছে ষষ্ঠ স্থানে। ৬টি ব্রোঞ্জ জিতে ভুটান রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।

ষষ্ঠ দিন শেষে পদক তালিকা :

দেশ

স্বর্ণ

রৌপ্য

ব্রোঞ্জ

মোট

ভারত

৮১

৫৯

২৫

১৬৫

নেপাল

৪১

২৭

৪৮

১১৬

শ্রীলঙ্কা

২৩

৪২

৬৯

১৩৪

পাকিস্তান

১৯

২৫

২৯

৭৩

বাংলাদেশ

২০

৪৮

৭২

মালদ্বীপ

ভুটান

 

কাঠমান্ডু/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়