ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এবার এলো দশম সোনা

ক্রীড়া প্রতিবেদক, নেপাল থেকে: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৭, ৮ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার এলো দশম সোনা

এসএ গেমসের আর্চারি ডিসিপ্লিনে বাংলাদেশ দশটি ইভেন্টের ফাইনালে উঠেছে। এর মধ্যে ছয়টি ইভেন্টের ফাইনাল হবে আজ। দুপুরের আগে ইতিমধ্যে তিনটি ইভেন্টের ফাইনাল হয়ে গেছে। আর তিনটিতেই সোনা জিতেছে বাংলাদেশ।

সকালে সোনা জেতেন ইতি খাতুন, মেহনাজ আক্তার মুনিরা ও বিউটি রায়।

দুপুরে মিশ্র দলগত ইভেন্টে সোনা জিতেছে রোমান সানা ও ইতি খাতুন জুটি। তারা ৬-২ সেট পয়েন্টে উড়িয়ে দেন ভুটানের সোনাম দেমা ও কিনলে শেরিংকে।

প্রথম সেট বাংলাদেশ জিতে নেয় ৩৬-৩৪ ব্যবধানে। দ্বিতীয় সেটে বাংলাদেশ জয় পায় ৩৭-৩৪ ব্যবধানে। তৃতীয় সেটে এসে বাংলাদেশ হেরে যায় ৩৪-৩৭-এ। এরপর শেষ সেটে তারা জয় পায় ৩৭-৩৪ পয়েন্টের ব্যবধানে।

এটা এবারের এসএ গেমসে বাংলাদেশের দশম সোনা। আর আর্চারিতে তৃতীয়। রোমান সানা সোমবার ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে রেঞ্জে নামবেন।

এবারের এসএ গেমসে এখন পর্যন্ত বাংলাদেশের পদক তালিকা:

সোনা

রুপা

ব্রোঞ্জ

মোট

১০

২২

৫৫

৮৭

 

 

নেপাল/আমিনুল/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়