ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

৫৮ পদক নিয়ে পঞ্চম স্থানে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, নেপাল থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫২, ৫ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৫৮ পদক নিয়ে পঞ্চম স্থানে বাংলাদেশ

এসএ গেমসের পঞ্চম দিনে বাংলাদেশ ৫টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জ জিতেছে। তাতে বাংলাদেশের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে ৫৮টি। যার মধ্যে ৪টি সোনা, ১৩টি রূপা ও ৪১টি ব্রোঞ্জ। মোট ৫৮ পদক নিয়ে পদক তালিকায় বাংলাদেশ রয়েছে পঞ্চম স্থানে।

৬২টি সোনা, ৪১টি রূপা ও ২১টি ব্রোঞ্জসহ ১২৪ পদক নিয়ে ভারত রয়েছে শীর্ষে। ৩৬টি সোনা, ২৭টি রূপা ও ৩৮টি ব্রোঞ্জসহ ১০১টি পদক নিয়ে নেপাল রয়েছে দ্বিতীয় স্থানে। ১৭টি সোনা, ৩৫টি রূপা ও ৫৫টি ব্রোঞ্জসহ মোট ১০৭ পদক নিয়ে শ্রীলঙ্কা রয়েছে তৃতীয় স্থানে।

১৫টি সোনা, ২৩টি রূপা ও ২৪টি ব্রোঞ্জসহ ৬২টি পদক নিয়ে পাকিস্তান রয়েছে চতুর্থ স্থানে। ১টি সোনা ও ২টি রূপাসহ মোট ৩টি পদক নিয়ে মালদ্বীপ রয়েছে ষষ্ঠ স্থানে। ৬টি ব্রোঞ্জ জিতে ভুটান রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।

পঞ্চম দিন শেষে পদক তালিকা :

দেশ

সোনা

রূপা

ব্রোঞ্জ

মোট

ভারত

৬২

৪১

২১

১২৪

নেপাল

৩৬

২৭

৩৮

১০১

শ্রীলঙ্কা

১৭

৩৫

৫৫

১০৭

পাকিস্তান

১৫

২৩

২৪

৬২

বাংলাদেশ

১৩

৪১

৫৮

মালদ্বীপ

ভুটান

 

কাঠমান্ডু/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়