ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘প্রথম ১০ মিনিটের ভুলে হেরে গেছি’

ক্রীড়া প্রতিবেদক, চনবুরি, থাইল্যান্ড || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৯, ১৫ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রথম ১০ মিনিটের ভুলে হেরে গেছি’

গোল মিসের মহড়া আর ভুলের কারণে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১৯ হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। কোচ গোলাম রাব্বানী ছোটন মনে করছেন প্রথম ১০ মিনিট ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। প্রথম ১০ মিনিটের ভুলেই বাংলাদেশ হেরে গেছে।

ম্যাচ শেষে ছোটন বলেন, ‘আগেই বলেছিলাম প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ ম্যাচ হবে। দর্শকরা ম্যাচটি বেশ উপভোগ করবে।আমাদের মেয়েরা তাদের সর্বোচ্চটা দিয়ে খেলেছে। তারা এক’শ ভাগ দিয়ে খেলেছে।তারা চেষ্টা করেছে ম্যাচটা ভালো খেলার জন্য।আমি মনে করি ম্যাচের প্রথম ১০ মিনিট টার্নিং পয়েন্ট ছিল। প্রথম ১০ মিনিটের ভুলেই আমরা হেরে গেছি।তহুরা আর অনুচিং যদি মিস না করতো তাহলে হয়তো আমরা জিততেও পারতাম।দুর্ভাগ্যও কিছুটা আজকে আমাদের উপর ভর করেছিল। আর যে গোলটা আমরা খেয়েছি সেটা আমাদের ভুলের কারণেই।’

থাইল্যান্ডের বিপক্ষে পুরো ম্যাচে ভালো খেলেও হার মেনেছে বাংলাদেশ। তবে পরবর্তী ম্যাচে এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আগাতে চায়।

 

রাইজিংবিডি/থাইল্যান্ড/১৫ সেপ্টেম্বর ২০১৯/আমিনুল/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়