প্রবাস

চীনে বিপিএলে চ্যাম্পিয়ন রাজশাহী কিংস

নিজস্ব প্রতিবেদক : চীনের ছংছিং প্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা আয়োজন করেছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল), চীন। শনিবার সকালে এ আয়োজনের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী কিংস। রানার্স আপ হয়েছে ঢাকা ডায়নামাইটস। প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা ডায়নামাইটস ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০১ রান করে। রাজশাহী কিংস মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হন ডায়নামাইটসের অলরাউন্ডার রিমন। রাজশাহী কিংসের অধিনায়ক রোমান বলেন, আমরা ভালো খেলেই প্রতিটি ম্যাচে জয় পেয়েছি। দলের সবাই বেশ ভালো খেলেছে। ছংছিং চিয়াওথং ইউনিভার্সিটির বাংলাদেশি ছাত্রদের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। পুরো খেলায় স্পন্সর হিসেবে পাশে ছিল বাংলাদেশিদের দ্বারা পরিচালিত চীনের রেস্টুরেন্ট বলিউড কিচেন ও চীনা টুরিস্ট কোম্পানি ডিই ইন্টারন্যাশনাল। রাইজিংবিডি/ঢাকা/১৯ মে ২০১৮/ইয়ামিন/রফিক