প্রবাস

প্রবাসীদের ভোটার নিবন্ধন মালয়েশিয়া দিয়ে শুরু

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের দিয়ে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম নুরুল হুদা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ মালয়েশিয়ায় অবস্থান করে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, ‘প্রায় ৯০ লাখ বাংলাদেশী ভোটারযোগ্য নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী জীবনযাপন করে। তাদের অধিকাংশের জাতীয় পরিচয়পত্র নেই। ফলে তারা ভোটার তালিকায় নিবন্ধিত হতে পারেনি। ’

‘প্রবাসী বাংলাদেশীদের জাতীয় পরিচয়পত্র সরবরাহ, ভোটার হিসাবে নিবন্ধন প্রদান এবং ডাকযোগ পদ্ধতির মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়া ইসির দায়িত্ব। প্রবাসী বাংলাদেশীদের নিবন্ধনের ক্ষেত্রে তারা অনলাইন ওয়েবপোর্টালের মাধ্যমে বিদেশে বসেই আবেদন করতে পারবেন। পরবর্তীতে প্রাপ্ত আবেদনসমূহের প্রদত্ত ঠিকানার ভিত্তিতে উপজেলা, থানা নির্বাচন অফিসের মাধ্যমে সরেজমিনে যাচাই-বাছাই করা হবে।’

সিইসি বলেন, ‘আপনারা অনলাইনে আবেদনের সময় খেয়াল রাখবেন যেন কোনো ধরনের ভুল না হয়। ভুল হলে আবেদন গ্রহণ করা হবে না। দালালদের খপ্পরে পড়া থেকেও বিরত থাকতে হবে। যদি ফরম পূরণ করতে সমস্যা হয়, তাহলে কারো সহায়তা নিয়ে অনলাইনে পূরণ করবেন। অনলাইনে ভোটার হওয়ার জন্য services.nidw.gov.bd এই ওয়েব সাইটে গিয়ে আবেদন করতে হবে। ’

তিনি আরো বলেন, ‘প্রবাসীদের ভোটার হওয়ার জন্য মোট ছয়টি ডকুমেন্ট দিতে হবে। এগুলো হলো- পাসপোর্টের ফটোকপি, বিদেশি পাসপোর্টধারী হলে দ্বৈত নাগরিকত্ব সনদের ফটোকপি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র, বাংলাদেশের নাগরিক হিসেবে শনাক্তকারী একজন প্রবাসী বাংলাদেশি নাগরিকের পাসপোর্টের কপি, বাংলাদেশে বসবাসকারী রক্তের সম্পর্কের কোনো আত্মীয়ের নাম, মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বরসহ

অঙ্গীকারনামা, বাংলাদেশে কোথাও ভোটার হননি মর্মে লিখিত অঙ্গীকারনামা ও সংশ্লিষ্ট দূতাবাসের প্রত্যয়নপত্র।’

এ সময় সিইসি বলেন, ‘আমি টেলি কনফারেন্সের মাধ্যমে উক্ত পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করলাম।’

ইসির সিনিয়র সচিব মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম বিষয়ক উপস্থাপন করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।

এ সময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মালয়েশিয়া ছাড়াও যুক্তরাজ্য, দুবাই ও সৌদি আরবের প্রবাসীরা এই সুযোগ পাবেন। পরে পর্যায়ক্রমে অন্যান্য দেশে অবস্থানরত বাংলাদেশিরাও এই সুযোগ পাবেন। এজন্য ইতোমধ্যে ভোটার তালিকা বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে। ঢাকা/হাসিবুল/সনি