প্রবাস

স্পেনে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত ইতালি আ.লীগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্পেনের রাজধানী মাদ্রিদে বরণ করতে ইতালি আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল স্পেনে পৌঁছেছেন।

ইতালি আওয়ামী লীগের প্রতিনিধি দলে আছেন সাবেক সভাপতি মাহতাব হোসেন, সহ-সভাপতি হাজী মো. জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. বাবু ঢালী, তুসকোলানা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম, নাপলী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদ্দুস বেপারী, ইতালী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, সদস্য শাহাদাৎ হোসেন রনি, ইমরান মাতবর, রফিক বেপারী, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান এবং মোমেনা আক্তার লিলিসহ অনেকে।

এদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাহাতাব হোসেন, সহ-সভাপতি হাজী মোহাম্মদ জসিম উদ্দিনসহ যুবলীগের নেতৃবৃন্দ। স্থানীয় সময় বেলা ১২টায় তারা মাদ্রিদ পৌঁছবেন।

বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর আজ স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় মাদ্রিদে পৌঁছার কথা রয়েছে। আগামীকাল বিশ্ব জলবায়ু সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ইতালি ছাড়াও সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবর রহমান ইতোমধ্যে মাদ্রিদে গিয়ে পৌঁছেছেন।

ইতালি ছাড়াও জার্মান, বেলজিয়াম, ফ্রান্স প্রভৃতি দেশের নেতাকর্মীরাও যাচ্ছেন স্পেনে। ইতালি/স্বপন/মাহি