প্রবাস

যেভাবে ডুবে যাওয়া বৃদ্ধকে বাঁচিয়েছিলেন আজীবুর

ইতালির লেগুন সিটি ভেনিস। বিশ্বজুড়ে পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় এই নগরী। প্রতি বছরই এখানে বন‌্যা হয়। লাখ লাখ ইউরো খরচ করেও দেশটির সরকার এ সংকটের সমাধান করতে পারছে না।

ভেনিসে গত বছরের নভেম্বরে ভয়াবহ বন্যায় তলিয়ে যায় নগরী। সে সময় ভেনিসে নদীতে ডুবে যায় মধ্য বয়স্ক এক ইতালিয়ান বৃদ্ধ। তবে তিনি পানিতে ডুবে বেঁচে গিয়েছেন। তাকে বাঁচিয়ে বীরত্বের পরিচয় দেন বাংলাদেশের কিশোরগঞ্জের আজীবুর রহমান। ওই ইতালিয়ান বৃদ্ধকে নদী থেকে উদ্ধার করে ভূয়সী প্রশংসা পান তিনি।

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে আজীবুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘ওই দিন অফিস শেষে প্রতিদিনের মতো বাসায় ফিরছিলাম। রাস্তাটা নদীর পাশ দিয়ে অবস্থিত। চলতে চলতে হঠাৎ চিৎকারের শব্দ শুনতে পাই। পরে গিয়ে দেখি পানিতে হাবু-ডুবু খাচ্ছেন এক বৃদ্ধ। সে সময় নিজের জীবনের মায়া ছেড়ে তাৎক্ষণিক পানিতে ঝাঁপিয়ে পড়ি। ওই বৃদ্ধকে সাঁতরে এক কিনারে নিয়ে আসি। সেখানে উপস্থিত জনতা হাততালি দিয়ে অভিনন্দন জানান।’

আজীবুর রহমান বলছিলেন, ‘এরই মধ্যে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার হওয়া ওই ব্যক্তিকে জরুরি অ্যাম্বুলেন্সে করে একটি হাসপাতালে নিয়ে যায়। এদিকে থানায় নেয়া হয় আমাকে। থানায় পুলিশের কাছে সে ঘটনার বিস্তারিত বলি। সাহসিকতা ও দৃঢ় আত্মবিশ্বাসের কথা শুনে পুলিশ ধন‌্যবাদ জানায়।’

‘পরে চিকিৎসা শেষে লোকটির জ্ঞান ফিরলে আজীবুর রহমান, মিডিয়া, পুলিশসহ অনেকেই আমাকে কৃতজ্ঞতা জানান।’

এছাড়া ইতালিতে বসবাসরত বাংলাদেশি ও বিভিন্ন কমিউনিটি থেকেও আজীবুর রহমানকে প্রশংসিত করা হয়। ইতালি/স্বপন/সাইফ/নাসিম