প্রবাস

করোনাভাইরাস: ফিনল্যান্ডে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪

২৪ ঘন্টার ব্যাবধানে ফিনল্যান্ডে আরো দুইজনের মধ্যে কভিড-১৯ এর ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ফিনল্যান্ডে প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় আক্রান্ত রোগীর সংখ্যা চারে উন্নীত হল।

রবিবার দুপুরে ইউনিভার্সিটি হসপিটাল অব হেলসিংকির কর্তৃপক্ষ করোনা সংক্রমণের এ তথ্য নিশ্চিত করেন।

কর্তৃপক্ষ জানান উভয় রোগীই ফিনিস নাগরিক, তার মধ্যে একজন স্কুলগামী শিশু এবং অন্যজন বয়স্ক মহিলা। যাদের ইতিমধ্যে পরিবার থেকে সম্পূর্ন বিচ্ছিন্ন অবস্থায় ক্লিনিকাল স্ট্যান্ডার্ড অনুযায়ী তাদের স্ব স্ব বাড়িতে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত উভয় রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে।

উল্লেখ্য, ইউনিভার্সিটি হসপিটাল অব হেলসিংকির সংক্রামক বিভাগের চিকিৎসকরা গত বৃহস্পতিবার প্রথম ও শুক্রবার দ্বিতীয় রোগীকে করোনাভাইরাসে আক্রান্ত বলে নির্ধারণ করেন।

অবশ্য, জানুয়ারির শেষদিকে উত্তর ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডে আগত ৩২ বছর বয়সী এক চীনা মহিলার মধ্যে প্রথম সংক্রমণটি সন্দেহ হয়েছিল। কিন্ত তার মধ্যে কোনও গুরুতর লক্ষণ পাওয়া যায়নি। ফিনল্যান্ড/জামান সরকার/নাসিম