প্রবাস

বাহরাইনে ঘোষিত সাধারণ ক্ষমায় উপকৃত হবে বাংলাদেশিরা

করোনা পরিস্থিতিতে বাহরাইন সরকার দেশটিতে অবস্থানরত অনিয়মিত সব প্রবাসী কর্মীকে সাধারণ ক্ষমার ভিত্তিতে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে। সাধারণ ক্ষমায় বাংলাদেশিরাই বেশি উপকৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১২ মে) বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে,  দেশটিতে অনিয়মিত কর্মীদের প্রায় ৮০ শতাংশই বাংলাদেশি।

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম সে দেশের শ্রমবিষয়ক নিয়ন্ত্রণ সংস্থা এলএমআরএর প্রধান কর্মকর্তা ওসামা আব্দুল্লাহ আল আবসির সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রথমবারের মতো বৈঠক করেছেন।

ভিডিও কনফারেন্সে নজরুল ইসলাম করোনা পরিস্থিতিতে অনিয়মত কর্মীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণায় বাহরাইনের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় ওসামা আব্দুল্লাহ আল আবসি বলেন, বাহরাইনে অনিয়মিত কর্মীদের প্রায় ৮০ শতাংশ বাংলাদেশি। এই সাধারণ ক্ষমার সুযোগ থেকে মূলত বাংলাদেশিরাই উপকৃত হবে।’

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতিতে বর্তমান প্রায় ১০ হাজার অনিয়মিত কর্মী চাকরিচ্যুত হলেও বৈধতার সুযোগ দেওয়ায় প্রায় ১৫ হাজার অনিয়মিত কর্মী নতুন চাকরিতে যোগ দিয়েছেন।’

সাধারণ ক্ষমার এই সময়কালে কোনো অনিয়মিত শ্রমিক বা কর্মীকে গ্রেপ্তার করা হবে না বলে আশ্বস্ত করেন আবসি।

তিনি আরো বলেন, ‘অনিয়মিত কারো বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। তারা যেন বাহরাইন সরকারের গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নে সহায়তার হাত বাড়িয়ে সাধারণ ক্ষমার সুযোগ নেয়।’

এ সময় নজরুল ইসলাম বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের দ্রুততার সঙ্গে পাসপোর্ট সেবা প্রদানের জন্য ২০ মে থেকে একটি সেবা দানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পাসপোর্ট গ্রহণ ও বিতরণের কাজ শুরু হবে। দূতাবাস পাসপোর্ট নবায়নের বিষয়ে শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করবে।’

করোনা পরবর্তী পরিস্থিতিতে কীভাবে বাংলাদেশি কর্মীদের নিয়োগের বিষয়টি নিশ্চিত করা যেতে পারে এবং সে লক্ষ্যে তাদের কোন কোন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে, সে বিষয়ে পরামর্শের জন্য নজরুল ইসলাম আবসির সহযোগিতাও কামনা করেন।

 

ঢাকা/হাসান/রফিক