প্রবাস

স্বর্গীয় ভালোবাসা

ঝর্ণার মাখামাখি নদীর সাথে

আর নদী সদা বয়ে চলে অথৈ সাগরে।

মিষ্টি ভালোবাসা মিশে আছে স্বর্গের বাতাসে—

পৃথিবীর কিছুই একা নয়।

সবকিছু যুগলবন্দি যুগপথে স্বর্গীয় বিধানে

একে-অপরে মিলেমিশে ঘুরছে যুগ্ম কক্ষপথে।

ভালোবাসার বিসরণে মহাবিপর্যয় নামে জীবনে—

অনাবিল সুখ পুড়ে হয় ছারখার

কে শুনে কার হৃদয়ের হাহাকার।

সুন্দর জীবনটা তিলে তিলে ক্ষয় হয়

জ্বলে-পুড়ে হৃদয়ের শশ্মানে।

 

ঢাকা/শান্ত