প্রবাস

ইতালিতে ঈদুল ফিতর উদযাপন

করোনা আতঙ্কের মধ্যেই ইতালিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

রোববার (২৪ মে) ইতালির বিভিন্ন শহরে মসজিদগুলোতে সীমিতভাবে ঈদের নামাজ আদায় হয়েছে।  রোমে ভিক্টোরিয়া পার্কে স্থানীয় সময় সকাল ৭ টায় ঈদের জামাত অনুষ্ঠিত  হয়।

এছাড়া ভেনিসের মেসে, মারঘেরায় মসজিদ ও হলরুমে আয়োজন করা হয় ঈদের জামাত।  ভেনিসের ৮টি স্থানে প্রায় ৬০টি জামাত অনুষ্ঠিত  হয়েছে।

তবে ইতালির বেশকিছু শহরে প্রশাসনের অনুমতি না পাওয়ায় ঈদের জামাত হয়নি।  প্রবাসী বাংলাদেশিসহ মুসলিমরা বাসায় পবিত্র ঈদের নামাজ আদায় করেছেন।  ঈদের জামাতে দূরত্ব বজায় রেখে,  মাস্ক,  গ্লাভস পরে নামাজ আদায় করতে দেখা গেছে।  নামাজ শেষে সারা বিশ্বের মানুষের শান্তি কামনায় ও করোনাভাইরাসের প্রতিরোধে দোয়া করা হয়।

ইতালির বিভিন্ন শহরে প্রায় ২ লাখ ৬০ হাজার বাংলাদেশির বসবাস। করোনা আতঙ্কের মধ্যে এবারের ঈদ উদযাপন করেছেন ইতালিতে প্রবাসী বাংলাদেশিরা।

 

ইতালি/স্বপন/সাইফ