প্রবাস

পেনসিলভেনিয়ায় মেইল ইন ব্যালটের ভোট গণনার সময় বাড়লো

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে মেইল ইন ব্যালটের ভোট গণনার জন্য নির্ধারিত সময় আরও তিনদিন বাড়িয়েছেন পেনসিলভেনিয়া সুপ্রিম কোর্ট। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেওয়া আদালতের এমন সিদ্ধান্তের ফলে ওই অঙ্গরাজ্যে ভোট গণনা এবং চূড়ান্ত ফল নির্ধারণের জন্য আরও সময় দেওয়া হলো।

পেনসিলভেনিয়ায় মেইল-ইন ব্যালট এর আগে নির্বাচনের দিন গণনার কথা ছিল। 

আদালতের রায়ে হয়, নির্বাচনে ভোটগ্রহণের দিন (০৩ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত মেইল ইন ব্যালটের খামের মধ্যে পোস্টমার্ক থাকতে হবে।  ভোটগ্রহণ শেষ হওয়ার তিন দিন পর ৬ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত প্রি-ইলেকশন পোস্টমার্কসহ ব্যালটগুলো গ্রহণ করা হবে।

রায়ে আরও বলা হয়, ওই সময়ের মধ্যে পাওয়া ব্যালটগুলোতে পোস্টমার্ক বা মেইলিংয়ের অন্যান্য প্রমাণের অভাব থাকলে বা মেইলিংয়ের প্রমাণ না মিললে তা অযোগ্য বলে বিবেচিত হবে।