প্রবাস

যুক্তরাষ্ট্রে স্ত্রীকে হত্যার পর বাংলাদেশির আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সে স্ত্রীকে হত্যার পর আবুল আহসান হাবিব নামের এক বাংলাদেশি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে সে দেশের পুলিশ।

স্থানীয় সময় রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ফিনিক্স শহরের লাভিন এলাকায় এ ঘটনাটি ঘটে।

ফিনিক্স পুলিশ জানিয়েছে, স্ত্রী সৈয়দা সোহেলি আক্তার (৪৩) ও তার স্বামী আবুল আহসান হাবিব (৫২) এর মধ্যে সাংসারিক নানা সমস্যা নিয়ে ঝগড়া চলছিল।  এক পর্যায়ে হাবিব বাড়ি থেকে তার স্ত্রীকে সরিয়ে নেওয়ার জন্য ফোন করে পুলিশ ডাকেন।  পুলিশ এসে সোহেলি ও হাবিবকে মৃত অবস্থায় দেখতে পায়।

ফিনিক্স পুলিশ বিভাগের সার্জেন্ট টমি থম্পসন এ ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করেন। 

উল্লেখ্য, ২০০৮ সালে পারিবারিক ভিসায় যুক্তরাষ্ট্রে এসে দুই পুত্রসহ এই দম্পতি আরিজোনায় বসতি গড়েন।  স্বামী-স্ত্রী উভয়েই কর্মজীবী ছিলেন।  সোহেলী আকতারের একটি বিউটি পার্লার রয়েছে।  স্বামী কাজ করতেন একটি রেস্টুরেন্টে।  করোনার কারণে উভয়েই বেকার হয়ে পড়েছিলেন।  অর্থনৈতিক দৈন্যতার ফলে এমন ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।