প্রবাস

নারীকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ 

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নিউইয়র্ক প্রবাসীরা।

সোমবার (০৫ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কের ব্রুকলিন চার্চমেকডোনাল্ডে বৃহত্তর নোয়াখালীর শত শত প্রবাসী এ কর্মসূচিতে অংশ নেন। এ ঘটনার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

বক্তারা বলেন, ‘বেগমগঞ্জের একলাশপুরে অসহায় নারীর ওপর বর্বরোচিত নির্যাতন বৃহত্তর নোয়াখালীকে কলঙ্কিত করেছে। ধর্ষকের কোনো দল নেই। ধর্ষকের পরিচয় শুধু ধর্ষক।’ ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইন করতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান তারা।

উল্লেখ‌্য, গত ২ সেপ্টেম্বর রাতে ঘরে ঢুকে নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। ঘটনার প্রায় এক মাস পর রোববার (০৪ অক্টোবর) ফেসবুকে ওই ভিডিও ছেড়ে দেওয়া হয়।

এরপর (৪ অক্টোবর) রাতে ওই নির্যাতিতা গৃহবধূ বাদী হয়ে নয়জনকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন। মামলা দায়েরের পর ৬ অক্টোবর পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।