প্রবাস

গ্রিস দূতাবাসে করোনা ধাক্কা, ভার্চুয়াল কন্স্যুলার সেবা চালু

বিশ্বব্যাপী মহামারি আকার ধারন করা করোনাভাইরাসের ধাক্কা লেগেছে গ্রিসের এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও। 

এরই মধ্যে দূতাবাসের একাধিক কর্মকর্তার শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। তাই দেশটির সরকারের নিয়ম অনুযায়ী দূতাবাসের সকলকে ১৪ দিন সেলফ আইসোলেশনে থাকতে হচ্ছে।

এ অবস্থায় ভার্চুয়াল প্লাটফর্মে দূতাবাসের যাবতীয় কার্যক্রম চালানোর ঘোষণা দেয়া হয়েছে।

গ্রীক সরকারের নিয়মের জন্য কন্স্যুলার সেবাসহ অন্যান্য সেবা দূতাবাসের কাউন্টারের মাধ্যমে প্রদান করা সম্ভব হচ্ছে না বিধায় অনলাইনে ই-মেইলযোগে এবং ডাকযোগে সেবা প্রদান করা হচ্ছে। জরুরি প্রয়োজনে ই-মেইলে (mission.athens@mofa.gov.bd) অথবা ডাকযোগে সেবা গ্রহণ করতে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।