প্রবাস

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত বন্ধ থাকবে আরও ১ মাস

করোনার প্রাদুর্ভাব রুখতে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত বন্ধ রাখার মেয়াদ আরও একমাস বাড়ানো হয়েছে।

এই সীমান্ত বন্ধের চুক্তি ২১ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সেমাবার (১৯ অক্টোবর) কানাডার সরকার আগামী ২১ নভেম্বর পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

সম্প্রতি এক সাক্ষাতকারে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছিলেন, ‘আমেরিকায় করোনার প্রাদুর্ভাব না কমা পর্যন্ত কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত বন্ধ রাখার পরিকল্পনা করা হয়েছে।’

এদিকে, গত ১৮ সেপ্টেম্বর  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা কানাডার সীমান্তের দিকে নজর দিচ্ছি। কানাডা এটি খুলতে চাই। আমরা শিগগির সীমানাগুলি খুলব। আমরা আবার স্বাভাবিক ব্যবসায় ফিরে যেতে চাই।’

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৮৪ লাখ ৫৬ হাজার ৬৫৩ করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন ২ লাখ ২৫ হাজার ২২২ জন।

অন‌্যদিকে, কানাডায় করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ১ হাজার ৪৩৭ জন, মারা গেছেন ৯ হাজার ৭৭৮ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৬৭১ জন।