প্রবাস

নিউ জার্সিতে বাংলাদেশি কাউন্সিলম্যানের শপথ

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে প্রসপেক্ট পার্ক সিটির ভারপ্রাপ্ত কাউন্সিলম্যান মনোনীত হয়েছেন বাংলাদেশের মোহাম্মদ আবুল হোসেন সুরমান।

সোমবার (২৬ অক্টোবর) তিনি শপথগ্রহণ করেছেন। তাকে শপথ পড়ান মেয়র টি. খাইরুল্লাহ। এ সময় সুরমানের পরিবারসহ, সিটির অন্যান্য কাউন্সিলম্যান, কাউন্সিলওমেনসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং বিপুল সংখ্যক বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পার্শ্ববর্তী প্যাটারসন সিটির ২ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলম্যান গিলমান চৌধুরী, সাবেক কাউন্সিলম্যান ও আগামী নির্বাচনে কাউন্সিলম্যান প্রার্থী বাংলাদেশি-বংশোদ্ভুত শাহীন খালিক, প্রসপেক্ট পার্ক সিটির বোর্ড অব এডুকেশনের কমিশনার নিয়াজ নাদিম, সিটি এডমিনিস্ট্রেটর ইন্তেসান চৌধুরী, প্যাটারসন সিটি কমিশনার ইমরান হোসাইন, মোসলেহ উদ্দীন, নর্থ জার্সি বিএনপির আহ্বায়ক সৈয়দ জুবায়ের আলী, নিউ জার্সি স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু, মৌলভীবাজার বাংলাদেশি-আমেরিকান কাউন্সিলের সভাপতি মহসিন সেলিমসহ প্রবাসী বাংলাদেশী কমনিউটির নেতৃবৃন্দ।

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কাঠাজুড়ি গ্রামের মরহুম আলাউদ্দীনের পূত্র সুরমান ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে আসেন।

উল্লেখ্য মোহাম্মদ আবুল হোসেন সুরমান প্রথম বাংলাদেশি হিসেবে প্রসপেক্ট পার্ক সিটির বোর্ড অব এডুকেশনের প্রেসিডন্ট পদে নির্বাচিত হয়ে আমেরিকার মুলধারার রাজনীতিতে প্রবেশ করেন।