প্রবাস

মালয়েশিয়ায় উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর 

পবিত্র রমজান মাস শেষে মালয়েশিয়ায় পালিত হচ্ছে ঈদুল ফিতর। 

লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার (১৩ মে) সকালে দেশটির সবচেয়ে বড় জামায়াত অনুষ্ঠিত হয়েছে জাতীয় মসজিদ  নিগারায়। তবে প্রবাসী বাংলাদেশিদের এ মসজিদে নামাজ আদায়ের অনুমতি মেলেনি। বেশিরভাগ প্রবাসী বাংলাদেশি নিজেদের উদ্যোগে সুরাও (ছোট আকারের মসজিদ) এর মধ্যে নামাজ আদায় করেছেন।

স্থানীয় সময় সকাল ৯টায় স্বাস্থ্যবিধি মেনে নামাজ অনুষ্ঠিত হয়েছে রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশি অধ্যুষিত কোতারায়ায়। এছাড়া, অন্যান্য প্রদেশেও স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

করোনার কারণে নানা প্রতিকূলতার মধ্যদিয়েও যারা নামাজ আদায় করতে পেরেছেন তারা শুকরিয়া জানিয়েছেন। প্রবাসী বাংলাদেশিরা ধন্যবাদ জানিয়েছেন মালয়েশিয়া সরকারকে।